স্বত্বা

(কবিতা পড়তে এর নামের ওপর ক্লিক করুন)

ভালো লাগে না, লাগে না, নিজের বউ,

কেবলই ভালো লাগে, পরেরটা।

মুখে করতে পারি না স্বীকার

দেখলে পরের, করি হাহাকার।

নিজের বউ,

হোক সে হুর, সুন্দরী,

হোক সে মহিয়সি নারি,

তবুও ভাল লাগে, ভাবির ওই নিল শাড়ি।

নিজের বউ,

সে যতই ভালোবাসা দেক,

ভাল লাগে শুধু,

ভাবির ওই চকলেট কেক।

আমার বউ, আমার আত্মা,

আমার প্রেম, আমার আদর,

তারপরও চোখে ভেসে উঠে

ভাবির লাল মখমলের চাদর।

এ কেমন আমি?

কেমন স্বভাব?

পশু প্রবিত্তি, না আদিম কামনা,

নাকি জন্মগত সত্ত্বা?

তবে কি মানুষ রূপী অমানুষ?

নাকি সৃষ্টির সেরা?

এ প্রশ্ন আমার–

জন্ম জন্মান্তরের আত্মার কাছে।।

তিনা শুভ্র

Leave a comment