হারানো পথিক

যে জানে সে মানে,
যে মানে গোপনে        
    বড় বড় পাপ করে।।
 
যে দ্যাখে সে চলে,
যে চলে মনোবলে     
         পাপকে পুন্য বলে।।

যে বোঝে সে খোঁজে,
যে  খোঁজে খুব সহজে    
        হয়ে যায় হারানো পথিক।। 
     
 যে ভাবে সে যাবে,
যে যাবে সে না ভাবে      
      হয়তো হারিয়ে যাবে।।

--সৈয়দ কল্লোল 

Leave a comment