ক্ষুধা ও প্রেম

(কবিতা পড়তে এর নামের উপর ক্লিক করুন)

এক ধর্মের ছেলে, অন্য ধর্মের মেয়ে,

নির্ভেজাল, নিষ্পাপ প্রেম।

সমাজ, সংসার, ধর্ম, সংস্কার,

সবকিছুর উর্ধে,

অস্থির এক গেম।

প্রেমের টান,

বাধা অফুরাণ,

জয় করে সব, হয় যে মহান।

প্রেম সত্য, প্রেম জয়ী,

জীবন, সে তো মৃণ্ময়ী !

প্রেমেই শুদ্ধতা, নেই অন্ধতা,

আর ক্ষুধা, সে তো অনাহারে বেঁচে থাকা !

জীবন তো অনাহার নয়,

তবে ক্ষুধাকে কেন কর ভয় ?

প্রেম বনাম ক্ষুধা,

কে কৃষ্ণ, কে রাধা ?

যেন এক গোলক ধাঁধা ।

প্রেমই সত্য, প্রেমই শক্তি,

ক্ষুধায় মিলে মুক্তি ।

ক্ষুধার তীব্রতায়

প্রেম স্তব্দ, নিরুপায় , মৃত ,

জীবন বাঁচাই, জীবন বাঁচাও

জীবন চির মুক্ত।

তিনা শুভ্র

Leave a comment