একদিন কত যুবক তেলেপোকার
হৃদয় হরণ করেছিল এ তেলেপোকা-কন্যা!
সময় গ্রাস করে সবকিছুকেই,
এমনকি মহত্তম প্রেমকেও।
এক কাতারে এসে দাঁড়ায় তখন
উচ্চমার্গের প্লেটোনিক ভালোবাসা
আর অখ্যাত এক তেলেপোকার প্রেম।
একদিন কত যুবক তেলেপোকার
হৃদয় হরণ করেছিল এ তেলেপোকা-কন্যা!
সময় গ্রাস করে সবকিছুকেই,
এমনকি মহত্তম প্রেমকেও।
এক কাতারে এসে দাঁড়ায় তখন
উচ্চমার্গের প্লেটোনিক ভালোবাসা
আর অখ্যাত এক তেলেপোকার প্রেম।