
যখন দেই কোন স্ট্যাটাস,
মন হতে চায় বিন্দাস।
আছে কি কোন ব্যাক-আপ ?
না থাকলে বদলাও সেট-আপ।
আছে ছবি হরেক রকম,
নানা ঢঙ্গে, নানা রঙ্গে,
টক, ঝাল, মিষ্টির ছন্দে ছন্দে ।।
ঝালমুড়ি কিম্বা বোরহানির স্বাদে ,
রসে টইটুম্বুর , ঝড় বৃষ্টি রোদে।
লাগে লাইক কিম্বা কমেন্ট,
জমাট বাঁধছে না কেন সিমেন্ট ?
খাঁদ দিয়েছ, খাঁদ ?
নইলে বাড়বে না যে স্বাদ ।
যা বিষয়, ঠিক তা নয়,
স্ট্যাটাসে সেইরাম ছবি দিতে হয় ।।
নইলে বাছা,
ধরা খাবে সাচ্চা ।
লাইক , কমেন্টের আশা,
লাইনচ্যুত গুটির পাশা ।
তিনা শুভ্র
