(কবিতা পড়তে এর নামের ওপর ক্লিক করুন)
বেঁচে থাকার জন্য কি চাই?
একজন তুমি চাই?
হোল না।
চাকরি চাই?
না, তাও না।
সংসার চাই?
সেটাও না।
প্রেম চাই?
একেবারেই না।
বেঁচে থাকার জন্য চাই অর্থ।
যার নেই কোন শব্দার্থ।
কিন্তু অর্থ ই তো অনর্থ,
সব করে দেয় ব্যার্থ ।
এটাই ধ্রুব সত্য ।
না, না, ভুল বললে,
একটু ভেবে দেখবে কি?
অর্থই খুলে দিবে, জীবনের খিরকি।
অর্থই শুরু, অর্থই শেষ,
অর্থ নিয়েই থাকব বেশ।
বাঁচতে গেলে অর্থ লাগে,
মরতে গেলেও অর্থ ডাকে।
অর্থ লাগে ভালো হতে,
মন্দ পথে পা বাড়াতে।
চুরি করলে অর্থ মিলে,
ভালো পথটা বড়ই গোলমেলে।
অর্থ থাকলে পেট ভরে,
পেট ভরলে জান বাঁচে।
জান বাঁচলেই তুমি আমি,
করতে পারবো পাগলামি।
বাঁচবো তখন জীবনে,
অস্বীকার করি কেমনে।
তিনা শুভ্র
