(কবিতা পড়তে এর নামের ওপর ক্লিক করুন)
উঠানে বসিয়া চাচা, চিন্তামগ্ন হইয়া,
ভাবিছে জীবন আমার, প্রায় গিয়াছে চলিয়া।
কি করিয়াছি, কি করিনাই,
যাহা চাহিয়াছি, তাহা তো পাই নাই।
জীবন আমার শুধু অলসতায় বোঝাই।।
হইতাম যদি উচ্চ শিক্ষিত,
শিক্ষা কে করিতাম বিকৃত।
হইতাম যদি ধনি,
ধন কে করিতাম ঋণী।
প্রেমিক হইতাম যদি, অসখ্য প্রেমিকার,
প্রেমে মজিয়া নারি, করিত হাহাকার।
করিতাম যদি অর্থকরি পেশা,
পিছু ছাড়িত না , জুয়ার নেশা।
যাহা চাহিলাম, কিছুই পাইলাম না,
তাই বলিয়া আশা তো ছাড়িব না।
শুনেছি ঐ পারে থাকিবে, জান্নাতি হুর,
চোখে ভাসিয়া উঠিল, জমজমাট বাজনার সুর।
সকল হতাশা , দূরে ঠেলিয়া
খুজিতেছি উপায়,
যাইবো কি জান্নাতে, খোদার কৃপায় ।
তিনা শুভ্র
