(কবিতা পড়তে এর নামের ওপর ক্লিক করুন)
ফর্সা কিম্বা কালো,
কিছু বললেই খারাপ, না বললে ভালো।
মুখে বলি, সবাই সমান,
ভিতরে চলে উল্টা ধ্যান।
কালো, সে তো আলো,
লাগে বেজায় ভালো।
তবে আধারে কেন আগুন জ্বালো?
কালো বলে করি বড়াই,
নিজে কিন্তু ধলাতেই হারাই।
হায়রে কালো, হায়রে জীবন,
তোর জন্য কতো রক্তক্ষরণ।
কালোর রক্ত, ধলার রক্ত,
আমরা কেবল ধলারই ভক্ত।
লাগলে রক্তের দরকার,
তখন বলি, সবাই সবার।
বাঁচাতে জীবন, রক্তের প্রয়োজন,
আছো কি কোন বন্ধু স্বজন?
তিনা শুভ্র
