জীবনের রিমোট

(কবিতা পড়তে এর নামের উপর ক্লিক করুন)

রিমোট চাই, রিমোট?

চাই জীবনের রিমোট?

এক বাটনেই কাজ হবে,

কাটবে সকল গুমোট।

হাসতে চাইলে হাসবো,

খাইতে চাইলে খাবো।

দুঃখ কষ্ট ফরওয়ার্ড,

ভুল ত্রুটি সব ব্যাকওয়ার্ড।

ঘুমের সময় ডিলিট,

সুখের জন্য সব ঠিক!

বন্ধুদের আড্ডা,

স্টিল থাকবে পুরোটা।

বিয়ের পর,

রিমোট হবে সরকারি,

ভর্তা ভাজি তরকারি।

কিসের পাওয়ার, কিসের অন,

সংসার ঝামেলা সারাক্ষন।

যাচ্ছে দিন, যাচ্ছে রাত,

রিমোট বাবাজি কুপোকাত।

রিমোট দেখছে ব্যস্ত আমি,

আগের মত নয় সে দামি।

আসছে নতুন রিমোট ঘরে,

পুরান রিমোট আস্তাকুড়ে।

খেলতে খেলতে খেলার ছলে,

রিমোট পড়ল আস্তাবলে।

আস্তাবলের ঘোড়াটা,

মাড়িয়ে দিল রিমোটটা !!

তিনা শুভ্র

Leave a comment