(কবিতাটি পড়তে এর নামের উপর ক্লিক করুন)
গাড়ি আমি,
ভু—ভু—পিপ,পিপ!!
চলছি ছুটে হিপ হিপ;
যেমনি চালাও, তেমনি চলি,
নিজের ইচ্ছা মারি গুলি ।
বাঁকা রাস্তায় সোজা যাই,
সিগন্যালের তোয়াক্কা নাই।
লাল বাতিতে থামতে চাই,
তোমার কথায় আগ বাড়াই।
উল্টা পাল্টা স্পীডে,
গাড়ি চালাও মুডে।
ইচ্ছে হলেও রেস্ট নাই,
ক্ষুধা পেটে খাবার নাই।
মালিক আমার ডানপিটে,
গাড়ি চালান ওভারস্পীডে।
চেকপোস্টে দেখলে পুলিশ,
করব আমি তোর নালিশ।
পুলিশ দেখলে পালিয়ে যাই,
আমার মনে শান্তি নাই!
যখন আমি ধাক্কা মারি,
মানুষ কিম্বা গাছকে,
মালিক আমার পালিয়ে যায়,
রই পড়ে তাই আটকে।
বিচার আমার, শাস্তি আমার,
দুমড়ে মুচড়ে জীবন একাকার।
ধ্বংসস্তুপের নিচে,
তাকিয়ে থাকি আশে।
শরির আমার, মনও আমার,
ইচ্ছে তো নয় বশে।
যখন আমি মুক্ত,
মালিক বিহীন, হলাম স্বাধীন,
টিকে থাকাই শক্ত!!
কে ধরবে স্টিয়ারিং?
চলছে না তো বিয়ারিং।
মালিক ছাড়াও চলে না,
তার জ্বালায় বাঁচি না!
আচ্ছা মালিক,
আছো কি ভালো?
আমি ছাড়া?
ছুটছো কি গো বাধন হারা?
না্ !?
কেন তবে হাত মিলাও না!!
তিনা শুভ্র
