(কবিতাটি পড়তে এর নামের উপর ক্লিক করুন)
সংজ্ঞা খুজছি প্রেমের,
মন মত পাচ্ছি না কিছুই।
নানা মনের নানা মত,
ভালো লাগছে না কিছুই।
এবার নিজের কথা বলি,
প্রেম… নয় সে আনার কলি,
নয় সে জীবনের বলি।
নয় কোন অপরাধ,
বেঁচে থাকার সামান্য সাধ।
নয় সে জীবনের বিকৃতি,
আছে নিজস্ব আকৃতি।
প্রেম তো সেটা,
যেথায় আত্মতৃপ্তি।
আত্মতৃপ্তিটা কোথায়?
প্রিয় মানুষের স্পর্শ যেথায়।
প্রেমের স্পর্শ, দুনিয়ার স্বর্গ,
প্রেমের মধু, কামনার দুর্গ।
প্রেমের নেশা একটাই,
স্পর্শ জুড়ে সবটাই।
ছুঁয়ে যেতে ভালো লাগে,
নিয়ন্ত্রনহীন আমি,
প্রেম যে আমার বহু শখের,
ছুঁয়ে দেখা তুমি।
ইচ্ছে শক্তির টানে,
ছুঁয়েও পারছি না ছুঁতে।
পাছে তুমি আঁতকে উঠ
আমার এই প্রচণ্ডটাতে ।
তিনা শুভ্র
