
(কবিতা পড়তে এর নামের উপর ক্লিক করুন)
নিন্দা করতে চাও?
করো,
নিন্দুক ভালবাসি বড়ো!
করলে নিন্দা,
হবো জিন্দা।
ভাবছ, আমি বোকা?
ভেবে দেখ তো ,
কে খাচ্ছে ধোঁকা।
নিন্দা যত ঝাকানাকা,
সাজবো আমি ততো ন্যাকা।
সেলফি পোস্টে হা হা রিয়েকট?
জানি আমি তোমার সিক্রেট!
থামলে কেন? আরও বলো,
আসছি আমি, করবো ফলো।
কথা মধুর, নুন বেশি!
খুঁজছ তবে ঘি এর শিশি?
ছুঁড়ছ জল ঘিয়ের মাঝে,
আমার কিন্তু লাগছে কাজে।
রান্না করছি সাবধানে,
নুন টা দিব কম,
ঘিয়ের মাঝে জল দিব না,
টেস্টি আলুর দম!
তিনা শুভ্র
