সামিরের কবিতা

সহজ কথা সহজ করে বলতে যদি চাও,
বাঁচার তরে সহজ করে ভাবতে শিখে নাও।
সহজ ভাবো, সহজ করো, যেরম সেরম ফুরতি ঝাড়ো!
বন্ধু পাবে, বান্ধবীও, সব কিছুকেই কুড়িয়ে নিও!!
কখন যেন ঝড় এসে সব উড়িয়ে ঝরিয়ে লণ্ডভণ্ড,
কেউ কাছে নেই শুন্য একা জীবন যেন দু’দণ্ড !!
মনের ভেতর ঘরটা গোছাই, পরিপাটি নিখুঁত সাজাই
সাজতে সাজতে কখন যেন ঘরটা হলো কুপ,
গভীর দেখে বন্ধু বলেন খাবো না এই স্যুপ।
কেমনে বোঝাই বন্ধু তোমায় স্যুপ তো আমি রাঁধিনি,
টাক মাথাতে বেনি গাঁথার স্বপ্ন আমি বাঁধিনি
ঘরটা আমার শুধুই মাটির, তাইতো তোমায় বলছি,
মাটি পেয়ে শুধুই খুদি, হরেক রকম স্তরে হদি,
পানি সে ত এসেই পড়ে, দোষটা তবু খুঁজছি
কুপের আশায় কাজ করিনি,
আমার আমিই দল বাহিনী
একাই জন্মি একাই মরি
এমনি ভাবেই জীবন গড়ি
পাছে যদি কেউ বলে দেয়, হতচ্ছাড়া অধম !
বলছি শোনো, অধম তো নয়, শুধুই আমি আদম।
