ট্যারা

(কবিতা পড়তে এর নামের ওপর ক্লিক করুন)

কোথায় আছে সাদা মানুষ

কোথায় পাবো লম্বা

দোষটা কোথায় খুঁজলে তাদের

ভাঙছি না তো খাম্বা।

সাদাই আলো, সাদাই ভালো

দেখবে নাকি, সবাই চলো !

সাদার তরেই পড়ে থাকি

নাচতে পারি সাম্বা।

কালো সবাই ঘরেই থাকুক

হলুদ বাটা মুখে মাখুক

ঝলসে রোদে একটু খানিক

লাগবে তখন কালা মানিক

প্রসেস টা তো লম্বা!

বেঁটে কিম্বা খাটো যারা

বারো আনাই মাঠে মারা।

মোটা যদি হও গো তুমি

নেই যে তোমার রক্ষা

চিকন তোমায় হতেই হবে

পারলে বাধাও যক্ষ্মা।

বেঁটে, মোটা, কালো?

আর কিছুতেই হবে না যে

জীবন পুরাই গেলো !

ভাবছি তো তাই ক্যামনে খুলি

ওদের সমাজ বাধন গুলি!!

বাগান হবে ফুলের মত

ছুরির মত কাচি

বাচ্চা আমার মানুষ হলেই

হাঁফ টা ছেড়ে বাঁচি।

Leave a comment