
(কবিতাটি পড়তে এর নামের উপর ক্লিক করুন)
আমাদের এই দয়াল বাবা,
সহজ সরল হাবা গোবা।
কথা বলেন মেপে মেপে,
নীতি বাক্য যান চেপে।
সত্যের মধ্যে মিথ্যা ঢুকিয়ে,
হাসির আড়ালে কান্না লুকিয়ে,
আমাদের দেন খোঁচা,
চাচা আপন প্রান বাঁচা।
পাপের কভার খুলতে চান,
ঘুমন্ত পাপকে হাটতে শিখান।
চাপা বিদ্যা মহা বিদ্যা,
বাবা বলেন তাই।
চল আমরা সবাই মিলা
চাপা মাইরা যাই।
বাবার মন্ত্র,
বিরাট যন্ত্র
ব্যবহারেই মিলবে ফল,
আগুন নিভাতে লাগবে না যে জল।
ভাতের চেয়ে গোশত মজা,
তারচেয়েও মজা তিলের খাজা।
প্রেমের চেয়ে ক্রাশ বড়,
জামাইর চেয়ে লাভার,
মায়ের চেয়ে বন্ধু বড়,
টাকা পয়সা সব বাবার।
বাবা আমার খুবই ভালো,
সাদা মনের কালো হিরো।
অনলাইনে ধ্যান করেন,
অফলাইনে পোলটি মারেন।
তিনা শুভ্র
