
(কবিতাটি পড়তে এর নামের উপর ক্লিক করুন)
জানা না হলেই তো ছিল ভালো,
গুমোট কেটে ভুলটা ভাংলো।
ভুলটা বেশ ভালো ছিল,
সাত রঙে রঙিন ঝলোমলো।
তার মাঝে কিছু মিষ্টি পান,
খয়ের, চুন আর জাফরান।
এক কাপ গরম চা,
সেটাও মন্দ না।
মন্দ হয় সেটা,
যখন খালি থাকে কাপটা।
আর পান?
পুরোটাই চুন দান।
সোনার কাঠি, রুপোর কাঠি,
ঠাকুমা ঝুলির আসন পাটি।
গল্পে গল্পে ঘুম নাই,
ঠাকুমা, আমার নায়ক চাই।
আসছে নায়ক, পাচ্ছি আশা,
লাগছে ভালো, ধরছে নেশা।
জেগে জেগে স্বপ্ন দেখা,
যাচ্ছে বেড়ে বলির রেখা ।
তিনা শুভ্র
