মানুষ

(কবিতাটি পড়তে এর নামের উপর ক্লিক করুন)

যদি ভালোবাসো কোন অমানুষকে,

একদিন সেও ভালবাসবে তোমাকে।

মানুষ সে যতই খারাপ হোক,

জীবন্ত রক্ত চোষা জোঁক।

সেও বানাতে পারে কল্পলোক,

যদি থাকে ভালবাসার প্রকোপ।

ভাবছ, আমি ভুল বলছি?

দেখেছ মানুষ তুমি রাশি রাশি,

সবাই এক, সবাই দুধের মাছি।

একটু দাড়াও, কথাগুলো শুনো,

সৃষ্টির সেরা তুমি, এটাতো মানো।

অমনুষ্যত্ব তার নীতিবিরুদ্ধ,

তুমি, আমি সবাই শুদ্ধ।

বাঁচার সাধে বাঁচতে চাই,

শুদ্ধ আমি, সব ভুলে যাই।

জান বাঁচলে বাপের নাম,

অতি শুদ্ধতা?

সে তো মরনের ব্যারাম।

তারপরও তো মানুষ,

কিসে আসবে তার হুঁশ?

একটু ভালবাসা, একটু যত্ন,

দিয়েই দেখ, পাবে হিরক রত্ন !

  

                   

তিনা শুভ্র

Leave a comment