দূরবীক্ষণে বাংলাদেশ

আমরা যারা ব্যক্তিগত প্রয়োজনে দেশের বাইরে থাকি তারা প্রায়শই দেশের নানা বিষয় নিয়ে ভাবি। বিশেষ করে নিজের অভিজ্ঞতা থেকে যা জানি সেগুলো নিয়ে। কখনো কখনো বিদেশের ভাল কিছু দেখে মনে হয়, যদি বাংলাদেশে এমনটা সম্ভব হত! আসলে মাতৃভূমিকে কে না ভালবাসে। আমাদের ত্রিভুজ ব্লগে তাই বাংলাদেশ নিয়ে একটা আলাদা ধারা রাখার কথা আমরা ভাবছি। এখানে সেই লেখা গুলোই থাকবে যা বাংলাদেশ সংশ্লিষ্ট এবং মূলত প্রবাসী বাংলাদেশির চোখে। এখানে প্রবাসীর দৃষ্টিকে আমরা প্রেক্ষাপটের বাইরে থেকে দেখার কাজে লাগাতে আগ্রহি, কারণ ঘরে ভেতর থেকে ঘরের অভিজ্ঞতার কথা বলা আর ঘরের বাইরে থেকে ঘরের অভিজ্ঞতার কথা বলা এক নয়। দুটোই ভিন্ন ভিন্ন কারণে প্রয়োজন।

আসলে দেশ মানে কি? দেশের মানুষ, সমাজ আর সংস্কৃতি – এটাই দেশের মুল কথা। এর বাইরে রাজনীতি থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত যা কিছু আছে তার সবই দেশের মানুষ আর তাদের সমাজ সংস্কৃতিকে কেন্দ্র করে । তাই আমাদের উদ্দেশ্য হবে সেই জনগোষ্ঠী যেখানে আমাদের যাত্রার শুরু। ভাল কিম্বা মন্দ, যা কিছুই আলোচনায় আসুক না কেন, তা হবে আমাদের নিয়ে আমাদেরই চিন্তা ভাবনা। এ কথা সত্যি যে যারা দেশের ভেতরে থাকেন তারাই সবচেয়ে বেশি খতিগ্রস্থ হন দেশ ও সমাজের সমস্যাগ্রস্থতায়; আবার এটাও সত্যি, কেউ কেউ দেশ-সমাজের নানা প্রতিকুলতার চাপেও প্রবাসমুখি হন ।

সর্বোপরি যারা দেশে থাকেন – থাকতে পারেন, তারা অবশ্যই ভাগ্যবান এবং যোগ্য। যারা এর বাইরে পড়েন তারাও যার যার অবস্থানে যোগ্য এবং ভাগ্যবান। তাই আশা রাখি দেশের বাইরে থেকে দেশ নিয়ে আলোচনার এই প্রয়াসকে কেউ ভুল বুঝবেন না। এগুলো আমাদেরই মাতৃভূমি নিয়ে আমাদের নিজস্ব চিন্তা ভাবনা যার সবটুকুই দেশ আর সমাজের কল্যাণকল্পে।

Leave a comment