ছেলের ঘুম

ভাঙ্গলো যখন ঘুম, সন্ধ্যা নিঝুম!

সূর্য গেছে ডুবে, রাত এলো বলে

বন্ধুরা নেই, সব গেছে ঘরে চলে।

চাঁদটাও নেই, নীলচে আলো আছে

গাছটা শুধু দাঁড়িয়ে আছে,

আগের মতই ঘরের কাছে!

অবাক চোখে দেখছে আমায়,

বলছে, ছেলে কত ঘুমায় !

এমন করে মা বলতেন,

দুপুর শেষে জাগিয়ে দিতেন।

কিন্তু এখন কোথায় তিনি ?

নাকি, স্বপ্নে স্বপ্নে তারে চিনি !!!

গাছকে বলি, কখন হলো সবকিছু এত শান্ত?”

গাছ বলল, এমনই ছিল, বদলাবেনা কে জানত ?

তুমি ছিলে নিচে, তুমি ছিলে নিচু,

ভিন্ন দেখেছ সকল কিছু

কতকাল ধরে আমি দাঁড়িয়ে,

তাকিয়ে রয়েছি দিগন্ত মাড়িয়ে

কিন্তু কোথায় ! পালা বদলায়, বদলায়নি তো আর কিছু !!

বললাম তাকে, রাতের পর তবে আর কি থাকে?

গাছ বলে, রাত পোহালে তবে দেখে নেয়া চলে

জানিনা কিছুই, তবু কেন যেন আমাকেই ওরা বয়স্ক বলে!

দিনের পরে রাত পোহালো,

সকালটা শুধু বাকি

কেউ সাথে নেই

নিজেরে শুধাই, সূর্য দেখব নাকি !

Leave a comment