গৃহস্থালির নানান টিপস

• বিস্কুট মচমচে রাখতে বয়ামের ভেতর এক টুকরো ব্লটিং পেপার রাখুন।
• চিনির বয়ামে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না।
• চালের ভেতর নিমপাতা দিয়ে দিন। পোকামুক্ত থাকবে চাল।
• লবণের বয়ামে কয়েকটি চাল ফেলে দিন। লবণ গলবে না।
• ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করে প্রতি তাকে লেবুর টুকরা রেখে দিন। ছোট বাটিতে ভিনেগার রাখলেও উপকার পাবেন।
• কচু কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিলে কালচে হবে না হাত।
• হাতের আঁশটে দুর্গন্ধ দূর করতে লেবুর টুকরা ঘষে নিন।
• মোমবাতি ফ্রিজে রাখলে ক্ষয় কম হয়।
• শুকনা নিমপাতা গুঁড়া করে রান্নাঘরে ছড়িয়ে দিলে পোকার উপদ্রব কমবে।
• কাপড়ে তেলের দাগ লাগলে দাগের উপর সাদা চক ঘষে তারপর ধুয়ে ফেলুন। তেলের দাগ চলে যাবে।
• ডিম সেদ্ধ করার সময় আধা চামচ বেকিং সোডা দিয়ে দিন পানিতে। ডিমের খোসা ছাড়ানো সহজ হবে।
• গাঢ় রঙের কাপড় ধোয়ার আগে ভিনেগার ও লবণের দ্রবণে ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। রঙ উঠবে না।
• সবজি কাটার বোর্ড সাদা ভিনেগার দিয়ে মুছে নিন। তারপর পেঁয়াজ কাটুন। চোখে পানি আসবে না।
• হালকা গরম পানিতে এক কাপ লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন জিন্স। তাড়াতাড়ি পরিষ্কার হবে।
• কমলার খোসা ও লবঙ্গ একসঙ্গে জ্বাল দিলে রান্নাঘরের দুর্গন্ধ দূর হবে।

Leave a comment