
ঠিক এই শিরোনামে ছবিটা দিয়েছিলাম আমার ফেসবুক ওয়ালে । ২০২১ সালের জানুয়ারী মাসের ৮ তারিখে, আমার হুয়াঈ মোবাইলে তোলা। এ সময়টা আমার মনের অবস্থা পরিস্কার করে জানত আমার স্ত্রী, কারণ সেও ঠিক একই কারণে একই রকম অবস্থার মধ্যে সময় পার করছিল। যখন আমি ছবিটা তুলি, তখন আমি অফিস ডিউটির মাঝখানে ব্রেকে হাঁটতে বেরিয়েছি। আমার একেবারে ছোটবেলার যে বন্ধু আমাকে ছবি তুলতে উৎসাহ এবং অনলাইন প্রশিক্ষন দিয়েছিল তার নাম কল্লোল। এ সময়টায় তার ঘনিষ্ঠ বন্ধু এবং স্ত্রী নাদিরা ইহলোক ত্যাগ করেন । আমারই বয়সী, রুচিশীল, ভদ্র, সুশিল-ধার্মিক, সত্যিকারের শিক্ষিত একজন মানুষ যাকে মুখোমুখি না দেখেও ঠিক নিজের বোনের মতই জেনেছি, তার মৃত্যুতে আমি এবং আমার পরিবার ভীষণ মুষড়ে পড়ি। আমাদের কাছে সে সময়টায় শান্তি পাবার কোন পথই জানা ছিলনা। বরং ঘুরে ফিরে মাথায় আসছিল, আমার পরিবারেও এ ঘটনা ঘটতে পারত! আমি আর আমার স্ত্রী কষ্ট আর আতংক মেশানো এক বিষাদময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সাধারনত ‘বিচ হেভেন’ নামের এই এলাকার দৃশ্যগুলো আমার কাছে বরাবরই স্বর্গীয় মনে হয়। কিন্তু সেদিন সন্ধায় মনে হয়েছিল বিষাদময়, রুপালি!!
