মহাকাশের ছবি -২০২২ -০১

এ বছর মার্চ মাস পর্যন্ত এই ছবিগুলো তোলা হয়েছে আমার বাসার উঠান থেকে। 
গড়ে এই নীহারিকাগুলি আমাদের থেকে ৪,৫০০ আলোকবর্ষ দূরে। আপনার যদি এক আলোকবর্ষ দীর্ঘ দড়ি থাকে, আপনি পৃথিবীর পরিধিকে সাড়ে ছয় মিলিয়ন বার মুড়ে দিতে পারেন!

-সৈয়দ কল্লোল ২৩/০৪/২০২২

Leave a comment