শত্রু

Samir/ সামির's avatarDr. M Samir Hossain

বেশ অনেক দিন পর লিখছি। কাজের ফাঁকে একাধিক ভাষায় লেখা কঠিন, সময় হয়ে উঠে না। আজ একটা বিষয় হঠাৎ খুব নাড়া দিল। তাই, ভাবলাম দু’লাইন লিখেই ফেলি।

টিভিতে বাংলাদেশ আর নিউজিল্যানড এর ক্রিকেট খেলা চলছে। খেলছে দু দেশের মেয়েরা। কিউই মেয়েরা নিঃশংকোচে ব্যাটিং করে গেলো। যতটা পারে রান করল। কোন ভয় ডর চোখে পড়ল না। এরপর নামলো বাঙালি মেয়েরা। অনেক শংকা তাদের শরীরের ভাষায়, খুব সাবধানে তারা একের পর এক বল খেলে গেলো। আউটও হল। অবাক হয়ে ভাবছিলাম, কিসের এতো ভয় ওদের। আউট তো হচ্ছেই, একটু নাহয় খেলেই আউট হোক। হঠাৎ পাশে বসা আরও বাঙ্গালিদের মন্তব্য কানে এলো। কেউ একজন বলছে, “কিউই মেয়ে গুলো কি সুন্দর, আমাদের মেয়েগুলো সব কালা-কুলা।” মাথায় চিন্তা খেলে গেলো। ভাবলাম, চেহারা আসে মূলত জন্ম সূত্রে; সেই চেহারার ব্যাপারেই যদি আমরা এতো অসহিষ্ণু হই, তাহলে কাজ – যা আমাদের চেষ্টার ওপর নির্ভর করে তার ব্যাপারে আমরা কতটুকু সহিষ্ণু হতে পারবো?

সহজ করে বলি। একজন কিউই যখন…

View original post 292 more words

Leave a comment