অপেক্ষা

আমি লোভী,

কিন্তু তুমি সুন্দর।

লোভ কখনো

সৌন্দর্যকে স্পর্শ করতে পারে না,

সৌন্দর্যকে স্পর্শ করতে পারে

শুধুই ভালোবাসা।

সুতরাং আমাকে অপেক্ষা করতে দাও –

যতদিন না আমার কামনা উত্তীর্ন হয় প্রেমে,

আর আমি উত্তীর্ন হই মানুষে।

Leave a comment