প্রশ্নগুলো সহজ (পর্ব ১)
বিবর্তনবাদ নিয়ে মুসলিম-খ্রিস্টান-ইহুদি ধর্মীয় পন্ডিতদের মধ্যে বর্তমানে মূলত চারটা মতবাদ প্রচলিত আছে:
১. বিবর্তনবাদ মিথ্যা, এটা একটা মতবাদ মাত্র, একদিন এটা মিথ্যা প্রমাণিত হবে। এটাই সবচেয়ে প্রচলিত জনমত। এই ধারার মতে, আদম (আ:) সহ সমস্ত প্রাণী প্রজাতিকে স্রষ্টা সরাসরি সৃষ্টি করে পৃথিবীতে বসিয়ে দিয়েছেন। এই মতটি বৈজ্ঞানিক নিদর্শনগুলোর সাথে সাংঘর্ষিক।
২. বিবর্তনবাদ আংশিক সত্য, প্রজাতির ভেতর পরিবর্তন হয় (যেমন, জিরাফের গলা খাটো থেকে লম্বা হতে পারে), কিন্তু এক প্রজাতি আরেক প্রজাতিতে রূপান্তরিত হতে পারে না (যেমন, বানর থেকে মানুষ হতে পারে না, একমাত্র ব্যতিক্রম ডারউইনবাদীরা ছাড়া . . . )। অর্থাৎ স্রষ্টা সব প্রজাতিকে আলাদা করে সৃষ্টি করেছেন, তবে তারা প্রথমে আদিম অবস্থায় ছিল। বলাবাহুল্য, এই মতটিও বৈজ্ঞানিক নিদর্শনগুলোর সাথে সাংঘর্ষিক।
৩. বিবর্তনবাদ সমস্ত প্রাণীকুলের জন্য প্রযোজ্য, একমাত্র ব্যতিক্রম আদম সন্তান। বিবর্তনের যে পর্যায়ে হোমোসেপিয়েন্স আসার সময় হয়েছে, ঠিক সেসময় স্রষ্টা আদম (আ:)-কে সরাসরি সৃষ্টি করে পৃথিবীতে বসিয়ে দিয়েছেন। বৈজ্ঞানিক তথ্যপ্রমাণের গুলি এই মতবাদের কানের পাশ দিয়ে চলে গেছে, কিন্তু যে সমস্যাটা রয়ে গেছে সেটা হলো – এই মতটি স্রষ্টাকে কিছুটা অসম্মান করে, যেন তাঁকে মানুষের সাথে একটা লুকোচুরি খেলতে হয়েছে।
৪. বিবর্তনবাদ পুরোই সত্য, মানুষ বিবর্তনবাদের মাধ্যমেই এসেছে। আদম (আ:) প্রথম নবী, যাকে সেই সময়কার হোমোসেপিয়েন্সদের মধ্যে থেকে খোদা বাছাই করে নিয়েছিলেন।
এই শেষ মতবাদটি কি কোন মুসলিম আলিম গ্রহণ করেছেন? শুনে অবাক হবেন, ইব্ন হাজম, ইবনে খালদুন, ইব্ন তুফায়েল-এর মতো বিখ্যাত মুসলিম দার্শনিক এ ধরণের মত দিয়ে গেছেন প্রায় হাজার বছর আগে। যদিও তাদের মত সে সময় উপেক্ষিত থেকেছে, আমাদের মনে রাখতে হবে – সে সময়ের ফতোয়াগুলো এসেছিল সে সময়ের জ্ঞান-বিজ্ঞানের পরিস্থিতির ওপর ভিত্তি করে, তখন বিবর্তনবাদ আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকলে মুসলিম এই কয়েকজন চিন্তাবিদের মতবাদ হালে পানি পেলেও পেতে পারতো হয় তো।
যে প্রশ্নগুলোর উত্তর এখনো খুঁজছি:
১. ধর্মীয় টেক্সটগুলোতে আদম (আ:) সৃষ্টি নিয়ে যা বলা হয়েছে, সেটা কি আক্ষরিক অর্থে বলা নাকি সেগুলোকে ব্যাখ্যা করার সুযোগ এখনো আছে (বিশেষ করে যখন ঐতিহাসিকভাবেই কিছু মুসলিম দার্শনিক এগুলোর বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন)?
২. ইব্ন খালদুনদের মতকে অনুসরণ করলে কি আকিদা নষ্ট হবে? কোন মুসলমান যদি বিবর্তনে বিশ্বাস করে, সে কি ইসলামের বাইরে চলে গেলো?
৩. আপনি কি বলেন?
