নিসঙ্গতা আর স্রষ্টা

Samir/ সামির's avatarDr. M Samir Hossain

প্রথমেই বলে নেয়া দরকার, এই লেখাটা তাদের জন্য যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন বা অন্তত তা দাবি করতে পছন্দ করেন। এ পৃথিবীতে মানুষের জীবনধারা নানা রঙের, নানা আকারের। কারো অর্থ নেই, কিন্তু সঙ্গ আছে। আবার কারো অর্থ আছে তবে সঙ্গ নেই। আবার অবস্থার বদল হয়ে মানুষ ঠিক বিপরিত ধরণের জীবনেও চলে যায়। দুই চরম অবস্থাতেই মানুষ কষ্টের জীবন যাপন করবে, এটাই স্বাভাবিক। আবার এ থেকে বের হয়ে আসার পথও খুঁজতে হবেন ঐ মানুষকেই। এ লেখার উদ্দেশ্য সেই পথ খোঁজাকে কেন্দ্র করে।

যে বিশ্বাসীর অর্থ নেই, তার জন্য প্রথম এবং প্রধান পদক্ষেপ হল অর্থ উপার্জনের চেষ্টা করা এবং সে চেষ্টাতে স্রষ্টার সাহায্য কামনা করা। এ পদ্ধতি যার পছন্দ নয়, তার সহায় কেবল স্রষ্টাই হতে পারেন, আমার মতো মানুষ নয়। অন্য দিকে বিত্তবানের নিঃসঙ্গতা এর চেয়ে একটু জটিল। কখনো কখনো বিত্তবানের মন মানসিকতা তাকে নিঃসঙ্গতার কোনায় ঠেলে দেয়, আবার কখনো তাদের অপারগতা আর দুর্বলতা। যে বা যারা সামাজিক জীবনের মধ্যে এর সমাধান খুঁজছেন…

View original post 580 more words

Leave a comment