তরুণী আয়নার সামনে বসল। আয়নার ভেতর আরেকটা মেয়ে। তরুণী নড়ল, আয়নার মেয়েটাও নড়ল সাথে সাথে।
তরুণী একসময় আয়নার সামনে থেকে উঠে চলে গেল, দৃষ্টির আড়ালেই চলে গেল। আর এভাবে আয়নাটার আরেকবার মৃত্যু ঘটল।
এদিকে জানলার পাশে এসে একাকী বসে মেঘাচ্ছন্ন ওই আকাশপানে চেয়ে তরুণী ভাবছিল – আমার শরীর মরে যাবে, কিন্তু আমার আত্মা রয়ে যাবে অমর।
অদ্ভুত এ পৃথিবীতে মানুষ যে আশাকে ঘিরেই বেঁচে থাকবে, এতে আর আশ্চর্য কি !
