ভাগের জীবন এবং জীবনের ভাগ/ কিছু অন্ধকার এসে আলোয় থাক!

জনাব উল্লাহ ছিলেন শান্তিপুর, নদীয়া‘র বাঘমারা বংশের সন্তান। ছোট বেলায় তার মায়ের মৃত্যুর পর তার পিতা শিশু উল্লাহ‘র কারণেই হোক আর যেই জন্যই হোক বিয়ে করলেন। শিশু উল্লাহ‘র আর কোনো ভাই-বোন হয়নি। শুনেছি মা তাকে নিজপুত্রবৎ স্নেহ করতেন। বাঘ মারা‘র জন্য অতোটা ডাক না পাওয়ায় তার পিতা যাত্রা-পালায় নারীর চরিত্রে অভিনয়ও করতেন। ছিলো সুমিষ্ট কন্ঠ। … Continue reading ভাগের জীবন এবং জীবনের ভাগ/ কিছু অন্ধকার এসে আলোয় থাক!