সত্য

সত্য কখনো আত্মগোপন করে থাকে না,

সত্যকে কখনো খুঁজে পেতে হয় না,

সত্য তোমার সামনে দাঁড়িয়ে থাকে

স্পষ্ট একটি অবয়ব নিয়ে – সর্বক্ষণ।

তুমিই সেই লোক, যে তাকে দেখতে পায়;

তুমিই সেই লোক, যে তাকে দেখতে পায় না।

One thought on “সত্য

Leave a comment