চেষ্টা ও ভাগ্য

(অণু গল্প)

যখন ফেরেশতার সাথে বন্ধুত্ব হলো যুবকের, ফেরেশতা যুবককে বললো যে সে ভবিষ্যৎ সম্পর্কে একটু আধটু জানে। যেহেতু অতীত-বর্তমান-ভবিষ্যৎ পর পর সাজানোই আছে, সেহেতু চতুর্থ আসমানে উঠলেই সে সামান্য কিছু ভবিষ্যৎ দেখতে পায়।

যুবক হেসে বললো – বলো তো একটু পর আমার জীবনে কি ঘটবে?

ফেরেশতা একটু বিষন্ন হলো – একটু পর তুমি পশ্চিম দিকের ওই রাস্তাটা দিয়ে হেটে যাবে, আর একটা গাড়ি তোমাকে ধাক্কা দেবে।

কিন্তু আমার তো ওই রাস্তা দিয়ে যেতেই হবে, আমার ওদিকে একটা জরুরী কাজ আছে – বলে যুবক সেই রাস্তার দিকে এগিয়ে গেলো আর একটা নীল গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে গেলো।

হাসপাতালে যুবক যখন মৃত্যুর সাথে লড়াই করছিলো, তখন ফেরেশতা আবার তার সাথে দেখা করে বললো – তুমি আমার কথা বিশ্বাস করোনি, তাইনা?

যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে যুবক হাসি হাসি মুখে বললো – অবশ্যই বিশ্বাস করেছি, তুমি আমার বন্ধু, তাহলে কেন তোমাকে বিশ্বাস করবোনা !

তাহলে কেন জানার পরও ওই রাস্তায় হেটে গেলে? – ফেরেশতা জানতে চাইলো।

তুমি মানুষকে এখনো বুঝতে পারো নি – যুবক আবার হেসে উঠে – ভাগ্য পূর্বনির্ধারিত সেটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে মানুষ যেটা করার সেটা করবেই, কেননা সে বুদ্ধি-বিবেক অনুযায়ী কাজ করার জন্য পৃথিবীতে এসেছে, ভাগ্যকে নিয়ে হিসেব-নিকেশ করে অযথা দ্বিধান্বিত হবার জন্য আসেনি।

ফেরেশতা এবার যেন স্বস্তি পেলো, সে স্মিত হেসে বললো – এখন আমি জানি ভাগ্য আর চেষ্টা কিভাবে মিলেমিশে পাশাপাশি থাকে এ জগতে।

(মায়িন খান, সেপ্টেম্বর ২০২০)

One thought on “চেষ্টা ও ভাগ্য

Leave a comment