আমার বেশী ‘বড়‘ না-হওয়া/
কিছুটা খুঁজতে চাওয়াঃ
….. . ….. ….. .. .. …….. ….
মোটামুটি সিস্টেমেটিক একটা জীবন ধারন করবো,রুটিন মাফিক এমনটাই ছিলো নিজের মনে, ছোট থেকে,স্কুল বয়স থেকে।
প্রাইমারী এবং সেকেন্ডারীতে ‘আইডিয়াল স্কুলে‘ ৪র্থ শ্রেণীতে এ্যাডমিশন টেস্টে সম্পূর্ণ নিজে প্রিপারেশন নিয়ে মেধা-তালিকায় তৃতীয় (সীবন বসু বর্মণ, ২য় স্হান প্রাপ্ত এর সাথে সম-নম্বর,”১০০‘তে সাড়ে ৭৩” পেলেও ফর্মের সিরিয়ালে সীবন আমার আগে ছিলো আর যুগ্ম-২য় লিস্ট দেয়া হয়নি)হয়েছিলাম।ডাঃ নূর আহমেদ গিয়াসউদ্দীন(সাদী) হয়েছিলো প্রথম এবং বুয়েটিয়ান শরীফ মাহতাব দেওয়ান (পুটন) হয়েছিল ৪র্থ(আসলে তৃতীয়)।
তবে এরপর থেকে আমি একটু একটু করে পিছোলেও বাৎসরিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণীতে (৪র্থ থেকে নবম পর্যন্ত) কম্বাইন্ডে ‘দশম, ১৬তম,১৭তম, এবং একবার ৪১তম‘ হয়েই ঘুরে ফিরে থাকতাম।
বিরাট কিছু করবো,করতে হবে কিংবা করতে পারবো তেমনটা যে কোনো কারণেই হোক মনে আসতো না।
তবে ক্লাস সিক্স থেকেই দৈনিক ইত্তেফাকে চাকরীর পাতা খুঁজতাম। ভাবতাম আচ্ছা,এইট পাশ করলে দেশের যেকোনো প্রান্তে পিয়ন/দপ্তরীর চাকরী পাওয়া যাবে। অন্তঃত কিছু পেতে পারবো,জীবনটা একা একা চালাতে পারবো। আরো একটু অপেক্ষা করি,এইট পাশ করি। এভাবে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের জন্য নিজেকেই করতে হবে, ভাবতে হয়েছিলো। ভাবতে শিখেছিলাম।
পরবর্তীতে নবম,দশম শ্রেণী থেকে বুঝলাম যেহেতু পিতা-মাতার একটা দায়িত্ব আছে ছেলে-মেয়ের জন্য করবার, সেজন্য তাদের সামর্থ্য অনুযায়ী পড়ালেখার জন্য যতটুকু সাপোর্ট তাদের কাছ থেকে পাওয়া যায়,জোর-জবরদস্তি না করে,প্রেশার কিংবা অতি প্রেশার না দিয়ে,যেহেতু না বললে উনারা নিজ থেকে কিছু বুঝতে পারেন না,কিংবা বুঝতে চাইতেন না (আম্মা অবশ্য খাওয়া-দাওয়া,সূতী কাপড়-চোপড় এবং আমার যখন ইচ্ছা ঘুমাতে দেয়ার ব্যপারে এবং দুষ্টু ছেলে-মেয়ে (ইনফ্যাক্ট যেকোনো মেয়ে)‘দের সাথে না মিশতে দিয়ে , আমাকে ঘরে আটকে রাখার ব্যাপারে এক্ট্রা-অর্ডিনারী কেয়ারিং ছিলেন।
তবে,পিতার একক উদ্যোগে বিদ্যালয়ের স্কাউট দলে আমি ৪র্থ শ্রেণীতে যোগ দেয়াতেই আমার মানুষ হিসেবে যতটুকু উন্নতি হতে শুরু হোলো। আর আমিতো স্কুলে ধর্ম বিষয়ক পড়াগুলো পড়তাম,বাসায় আরবী পড়তাম (আম্মা-আব্বা হুজুর রেখে পড়াতেন অত্যন্ত উদারভাবে)-তবে ধর্মটা আমি আমার মতো করে চিন্তা-ভাবনা করে,বাইরের বই-টই পড়ে বুঝে নিতাম। অন্ধ-অনুসরণ করিনি কখনো।
হয়তো আমি বিরাট বড় হইনি,তবে খুব ছোটও থাকিনি। ছোট থেকেই কাজের বুয়া,রিক্সা ওয়ালা,পিয়ন,সব্জি বিক্রেতা,খেটে খাওয়া,এতিম,অসহায় মানুষকেই আপন মনে হয়েছে। আমাকে এটা কিন্তু কারো কাছ থেকে শিখতে হয়নি। ♥
