নিহারিকাঃ ড্রাগন্স অফ আরা(NGC6188)

এই ছবিটি ৪ রাত ধরে তোলা। সর্বমোট ১৪.৫ ঘন্টা ছবি তোলা হয়েছে এর ফেইন্ট ডিটেইলস গুলো তুলে ধরার জন্য।

এই নিহারিকাটি আমাদের থেকে প্রায় ৪ হাজার আলোকবর্ষ দূরে যেখানে নতুন তারা জন্ম নিচ্ছে। এর ব্যাস প্রায় ৬০০ আলোকবর্ষ ! ১ আলোকবর্ষ = ৯ ট্রিলিওন কিলোমিটার.

এই মাত্রার ছবি তোলার জন্য আমাকে প্রায় ৩ বছর অপেক্ষা করতে হয়েছে। প্রথম এর ছবি তুলেছিলাম ২০২০ সালে আমার ণিকন ক্যামেরা দিয়ে। আবার তুলেছিলাম ২০২১ সালে। সবশেষে এ বছর (২০২২) জুন মাসে ছবিটি কমপ্লিট করতে পারলাম – যা মনের মতো হোল.

নীচে আগের তোলা ছবি গুলোর সাথে তুলনা দেখলে বুঝবেন – কী বোঝাতে চেয়েছি।

যন্ত্রপাতিঃ
১. ছবি তোলার টেলিস্কোপঃ ৫৫০ মিলিমিটার (Esprit 100)
২. ক্যামেরাঃ QHY 268MM
৩. মাউন্টঃ EQ-6 R pro
৪. গায়িডিং টেলিস্কোপঃ ১২০ মিলিমিটার (ZWO 30 f4)
৫. গায়িডিং ক্যামেরাঃ QHYIII 5LMM
৬. ছবি তোলার সফটওয়্যারঃ NINA
৭. গায়িডিং সফটওয়্যারঃ PHD2
৮. ছবি তোলার কম্পিউটারঃ Eagle Pr0 4
৯.ফিল্টার সেটঃ Optolong 7Nm filter set
১০. ছবি প্রসেসিং সফটওয়্যারঃ PixInsight, PS, LR, Topaz De Noise

সৈয়দ কল্লোল ১২/০৬/২০২২

One thought on “নিহারিকাঃ ড্রাগন্স অফ আরা(NGC6188)

Leave a reply to সৈয়দ কল্লোল Cancel reply